Music

অলোকরঞ্জন দাশগুপ্ত ।। Alok Ranjan Dasgupta

অলোকরঞ্জন দাশগুপ্ত (৬ অক্টোবর ১৯৩৩ — ১৭ নভেম্বর ২০২০) একজন বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক। রচনার প্রাচুর্য এবং বৈচিত্র্যে,মনীষা এবং সংবেদনশীলতায় তিনি বাংলাসাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ২০টিরও বেশি কবিতার বই লিখেছেন , বাংলা এবং সাঁওতালি কবিতা ও নাটক ইংরেজি এবং জার্মান ভাষায় অনুবাদ করেছেন, এবং জার্মান ও ফরাসি সাহিত্য থেকে বাংলায় অনুবাদ করেছেন। তিনি বেশ কয়েকটি বই প্রবন্ধের প্রকাশ করেছেন। তাঁর স্বতন্ত্র গদ্যশৈলীর জন্য তিনি সুপরিচিত। অনেক পুরস্কার এবং সম্মান পেয়েছেন। তার মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুধা বসু পুরস্কার (১৯৮৩), জার্মানিতে গ্যয়ঠে পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৮৫), প্রবাসী ভারতীয় সম্মান (১৯৮৫), রবীন্দ্র পুরস্কার (২০০৪), তাঁর কবিতার বই মরমী করাত (অনুবাদ করেছেন দ্য মিস্টিক্যাল স অ্যান্ড আদার পোয়েমস) এর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯২) এবং প্রবাসী ভারতীয় সম্মান (২০০৫)। অলোকরঞ্জন দাশগুপ্ত, অলোকরঞ্জন দাশগুপ্ত জীবনী, কবি অলোকরঞ্জন দাশগুপ্ত, Alok Ranjan Dasgupta (October 6, 1933 - November 18, 2020) was a prominent Bengali poet and thinker. He is a prominent figure in Bengali literature in his abundance and variety of writings, manisha and sensitivity. He has written more than 20 books of poetry, translated Bengali and Santali poems and plays into English and German, and translated from German and French literature into Bengali. He has published several book essays. He is well known for his distinctive prose style. Received many awards and honors. These include the Sudha Basu Award (1963) from Calcutta University, the Goethe Award (1985) in Germany, the Ananda Award (1975), the Prabasi Bharatiya Samman (1975), the Rabindra Award (2004), and his book of poems, Mystic Saw (translated by The Mystic And Other Poems) for Sahitya Akademi Award (1992) and Prabasi Bharatiya Samman (2005).