Music

যিশুর জীবনী ।। biography of jesus

যিশু (আনু. ৪ খ্রি.পূ. – ৩০/৩৩ খ্রি.), যিনি নাসরতীয় যিশু বা যিশু খ্রিষ্ট নামেও পরিচিত, ছিলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা। তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। অধিকাংশ খ্রিস্টানের বিশ্বাসমতে তিনি হলেন পুত্র ঈশ্বরের অবতার বা মাংসে মূর্তিমান বাক্য এবং পুরাতন নিয়মে ভাবোক্ত প্রতীক্ষিত মশীহ বা খ্রিষ্ট। প্রাচীন ইতিহাসের সকল আধুনিক গবেষকই কার্যত স্বীকার করেছেন যে, যিশু এক ঐতিহাসিক ব্যক্তিত্ব।যদিও ঐতিহাসিক যিশুর অনুসন্ধান করে সুসমাচারগুলির ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা এবং বাইবেলে চিত্রিত যিশুর সঙ্গে ঐতিহাসিক যিশুর কতটা মিল, সেই বিষয়ে খুব কম ক্ষেত্রেই মতৈক্যে উপনীত হওয়া গিয়েছে। যিশু ছিলেন একজন গালীলীয় ইহুদি। বাপ্তিস্মদাতা যোহন কর্তৃক দীক্ষিত হওয়ার পর তিনি প্রচারকার্য শুরু করেন। তিনি মৌখিকভাবে প্রচার করতেন।শিষ্যেরা প্রায়শই তাঁকে "রব্বি" সম্মোধন করতেন।ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে কোন উপায়টি শ্রেষ্ঠ তা নিয়ে তিনি সঙ্গী ইহুদিদের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হন, রোগগ্রস্থদের আরোগ্যদান করেন, রূপক কাহিনির মাধ্যমে শিক্ষাদান করেন এবং অনুগামীদের একত্র করেন। তাঁকে গ্রেফতার করা হয় এবং ইহুদি কর্তৃপক্ষ তাঁর বিচার করে। তারপর তাঁকে রোমান সরকারের হাতে তুলে দেওয়া হয় এবং রোমান গভর্নর পন্টিয়াস পিলাতের আদেশে তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়। তাঁর অনুগামীরা বিশ্বাস করতেন, মৃত্যুর পর তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং তাঁরা যে সমাজ গড়ে তুলেছিলেন তা-ই কালক্রমে আদি চার্চের রূপ নেয়।

  
cover this video
1. jesus biography in bengali 2. jesus biography in bangla 3. যিশুর জীবনী 4. Jesus Christ biography in bengal 5. যীশুর জীবন কাহিনী 6. প্রভু যীশুর জীবন কাহিনী 7. biography of Jesus Christ 8. biography of Jesus Christ in bengal