Music

পাখি সব করে রব রাতি পোহাইল – মদনমোহন তর্কালঙ্কার । pakhi sob kore rob । প্ৰভাত

pakhi sob kore rob Madan Mohan Tarkalankar

পাখি সব করে রব রাতি পোহাইল। 
কাননে কুসুমকলি সকলি ফুটিল।।

 শীতল বাতাস বয় জুড়ায় শরীর। 
পাতায়-পাতায় পড়ে নিশির শিশির।।
 ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল। 
পরিমল লোভে অলি আসিয়া জুটিল ॥ 
 গগনে উঠিল রবি সোনার বরণ। 
আলোক পাইয়া লোক পুলকিত মন ॥
 রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।
 শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ॥ 
উঠ শিশু মুখ ধোও পর নিজ বেশ। 
আপন পাঠেতে মন করহ নিবেশ ॥
পাখি সব করে রব রাতি পোহাইল – মদনমোহন তর্কালঙ্কার কবিতাটির ভিডিও লিঙ্ক 
 

cover this video 1. মদনমোহন তর্কালঙ্কার 2. প্ৰভাত 3. Madan Mohan Tarkalankar

4. পাখি সব করে রব

5. pakhi sab kore rab rati pohailo 6. probhat 7. প্রভাত - মদনমোহন তর্কালঙ্কার 8. bangla kobita