Music

ফসকে গেলো-সুকুমার রায় । FOSKE GELO- SUKUMAR RAY

ফসকে গেলো-সুকুমার রায় 
FOSKE GELO- SUKUMAR RAY 
 দেখ বাবাজি দেখবি নাকি 
দেখরে খেলা দেখ চালাকি,
 ভোজের বাজি ভেল্কি ফাঁকি
 পড়্ পড়্ পড়্ পড়বি পাখি - ধপ্! 
 লাফ দিয়ে তাই তালটি ঠুকে 
তাক করে যাই তীর ধনুকে, 
 ছাড়ব সটান উর্ধ্বমুখে 
হুশ করে তোর লাগবে বুকে - খপ্!
 গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা 
খাপ্ পেতেছেন গোষ্ঠ মামা 
 এগিয়ে আছেন বাগিয়ে ধামা
 এইবার বাণ চিড়িয়া নামা - চট্! 
 ঐ যা! গেল ফস্কে ফেঁসে - 
হেই মামা তুই ক্ষেপলি শেষে? 
 ঘ্যাচঁ করে তোর পাঁজর ঘেঁষে 
লাগ্‌ল কি বাণ ছটকে এসে- ফট্?
এই কবিতাটির ভিডিও দেখতে ক্লিক করুন - 

 

cover this video
1. ফসকে গেলো কবিতা 2. সুকুমার রায়- ফসকে গেলো 3. দেখ বাবাজী 4. foske gelo 5. sukumar ray 6. dekh babaji dekhbi naki 7. foske gelo by sukumar roy 8. foske gelo lyrics