ঝোটন বেঁধেছে।
ওপারেতে ছেলেমেয়ে।
নাইতে নেমেছে।
দুই ধারে দুই রুই কাতলা।
ভেসে উঠেছে।
কে দেখেছে কে দেখেছে।
দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল।
ছুঁড়ে মেরেছে।
উঃ বড্ড লেগেছে।
কবিতাটির ভিডিও দেখতে ক্লিক করুন
বহু প্ৰচলিত একটি ছড়া-নোটন নোটন পায়রাগুলি
NOTON NOTON PAIRA GULI
নোটন নোটন পায়রা গুলো
ঝোঁটন বেঁধেছে।
ও পাড়েতে ছেলে-মেয়ে
নাইতে নেমেছে।
দুই ধাওে দুই রুই কাতলা
ভেসে ওঠেছে
কে দেখেছে? কে দেখেছে?
দাদু দেখেছে।
দাদুর হাতে তলম ছিল
ছুঁড়ে মেরেছে।
উঃ বড্ড লেগেছে
আর্ট সেন্টার চিএক কৃষ্ণনগর নদিয়া
cover this video
1. নোটন নোটন পায়রাগুলি
2. noton noton paira
3. noton noton paira guli
4. নোটন নোটন পায়রা গুলো জোটন বেধেছে
5. noton noton
6. নোটন নোটন