কুমুদরঞ্জন মল্লিক (ইংরেজি: Kumudranjan Mullick) (জন্ম-১ লা মার্চ,১৮৮৩ — মৃত্যু- ১৪ ই ডিসেম্বর,১৯৭০) হলেন বাংলার রবীন্দ্রযুগে স্বনামধন্য পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ।
কবি কুমুদরঞ্জন মল্লিক ১৮৮৩ সালের ১ লা মার্চ (১২৮৯ বঙ্গাব্দের ফাল্গুন মাসে) অবিভক্ত বাংলার (বর্তমানের পশ্চিমবঙ্গের) পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে (বর্তমানে কুমুদগ্রাম) মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল একই জেলার বৈষ্ণবতীর্থ শ্রীখন্ড গ্রামে৷ পিতা পূর্ণচন্দ্র মল্লিক ছিলেন কাশ্মীর রাজসরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। মাতা ছিলেন সুরেশকুমারী দেবী।
কুমুদরঞ্জন ১৯০১ খ্রিস্টাব্দে এন্ট্রান্স, ১৯০৩ খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে এফ.এ. এবং ১৯০৫ সালে বঙ্গবাসী কলেজ থেকে বি.এ. পাস করেন ও বঙ্কিমচন্দ্র সুবর্ণপদকপ্রাপ্ত হন।
বর্ধমান জেলার মাথরুন নবীনচন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকরূপে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৩৮ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখনীয় এই যে, বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ওই স্কুলে তার ছাত্র ছিলেন।
বাল্যকাল থেকেই কুমুদরঞ্জনের কবিত্বশক্তির বিকাশ ঘটে। কবির গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে অজয় ও কুনুর নদী। এই গ্রাম আর নদীই হল কবির মুখ্য প্রেরণা। কবিতায় নির্জন গ্রামজীবনের সহজ-সরল রূপ তথা নিঃস্বর্গ প্রেম চমৎকারভাবে ফুটে উঠেছে।
পল্লী-প্রিয়তার সঙ্গে বৈষ্ণবভাবনা যুক্ত হয়ে তার কবিতার ভাব ও ভাষাকে স্নিগ্ধতা ও মাধুর্য দান করেছে। 'কপিঞ্জল' ছদ্মনামে তিনি 'চুন ও কালি' নামে ব্যঙ্গকাব্য রচনা করেন।
তাঁর অপ্রকাশিত কাব্যগ্রন্থটি হল 'গরলের নৈবেদ্য'। এটি সোমনাথ মন্দির সম্পর্কিত ১০৮ টি কবিতার সংকলন হিসাবে প্রকাশ।
বাংলাদেশের কবি-সাহিত্যিকদের প্রতিষ্ঠান - 'সাহিত্যতীর্থ' এর তীর্থপতি ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে 'জগতারিণী' স্বর্ণপদক দেন। ১৯৭০ খ্রিষ্টাব্দে ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হন তিনি।
১৯৭০ সালের ১৪ ডিসেম্বর কবি কুমুদরঞ্জন মৃত্যুবরণ করেন।
আলোচনায় - শ্রী পীতম ভট্টাচার্য ও শ্রী নন্দন সিংহ
জানা অজানা কবি কুমুদরঞ্জন মল্লিক,
কবি কুমুদরঞ্জন মল্লিকের জীবনের ঘটনা
Kumudranjan Mullick (born March 1, 1883 - died December 14, 1970) was a well-known poet and educator in the Rabindranath era of Bengal.
He was born in Kogram (now Kumudgram) in East Burdwan district of undivided Bengal (now West Bengal). His ancestral home was at Vaishnavatirtha Shrikhand village in the same district Father Purnachandra Mallick was a high-ranking official in the Kashmir government. The mother was Sureshkumari Devi.
Kumudaranjan Entrance in 1901, Ripon College, Calcutta in 1903, now Surendranath College, F.A. And B.A. from Bangabasi College in 1905. Passed and Bankimchandra won the gold medal.
KUMUD RANJAN MULLICK BIOGRAPHY IN BENGALI, KUMUDRANJAN MULLICK,
#kumudrajan #kumudranjanmullick #poetkumudranjan #kumudrajanmallick #biography #dalihalder