প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি একাধারে কবি, নাট্যকার, সম্পাদক, গদ্যশিল্পী, অভিনেতা, চিত্রশিল্পীও বটে। তিনি আবার আমাদের কৃষ্ণনগরের মানুষ। এটা আমাদের অহঙ্কার। এই মহান মানুষটির প্রয়াণে আজ আমরা (Dali Haldar YT Group এবং কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র) তাঁর প্রতি শ্রদ্ধা জানাব কথায়-কবিতায়। আমন্ত্রিত অতিথি হিসাবে থাকছেন সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপিকা দেবযানী ভৌমিক চক্রবর্তী, কবি রামচন্দ্র পাল, স্বপন পাল, চিত্রশিল্পী তপন পাত্র। এছাড়া থাকবে কথাশিল্পর চারজন ছাত্রী-- তানভী বিশ্বাস, কীর্তিকা ব্যানার্জী, পারিজাত সাহা এবং মেধা নাগ। আর সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পীতম ভট্টাচার্য।