amra moloyo batashe bhese jabo । আমরা মলয় বাতাসে ভেসে যাবো। মলয় বাতাসে
amra moloyo batashe bhese jabo
singer : Diya Biswas
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন
স্বর্গের পরী হবে সহচরী
দেবতা করিবে হৃদয় দান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
সন্ধ্যার মেঘে করিবো দুকূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার
সন্ধ্যার মেঘে করিবো দুকূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার
বাষ্পের সনে আকাশে উঠিবো
বৃষ্টির সনে ধরায় লুটিবো
বাষ্পের সনে আকাশে উঠিবো
বৃষ্টির সনে ধরায় লুটিবো
সিন্ধুর সনে সাগরে ছুটিবো
ঝঞ্ঝার সনে গাহিবো গান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
Advertisement