Music

অরুণ মিত্র স্মরণে ।। ARUN MITRA ।। কবি অরুণ মিত্র

অরুণ মিত্র স্মরণে ARUN MITRA কবি অরুণ মিত্র অরুণ মিত্র (২ নভেম্বর, ১৯০৯ - ২২ অগস্ট, ২০০০) ছিলেন রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক। তিনি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন অধ্যাপক। তাঁর কাব্যগ্রন্থের নাম : প্রান্তরেখা (১৯৪৩), উৎসের দিকে (১৯৫৭), ঘনিষ্ঠ তাপ (১৯৬৩), মঞ্চের বাইরে(১৯৭০), শুধু রাতের শব্দ নয় (১৯৭৮), প্রথম পলি শেষ পাথর(১৯৮০), শ্রেষ্ঠ কবিতা (১৯৮৫)। মাত্র ষোলো বছর বয়সে 'বেণু' নামে একটি কিশোর পত্রিকায় প্রথম অরুণ মিত্রের কবিতা প্রকাশিত হয়। " শুধু রাতের শব্দ নয় " কাব্যগ্রন্থটি ১৯৭৯ সালে রবীন্দ্র পুরস্কারে এবং খুঁজতে খুঁজতে এতদূর কাব্যগ্রন্থখানি ১৯৮৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়। তার কাব্য সংকলন পনেরো খণ্ডে প্রকাশিত হয়েছে। ১৯৯০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিক ডি. লিট. উপাধিতে ভূষিত করে। ফরাসি ভাষা ও সাহিত্যে নিরন্তর গবেষণার জন্য ১৯৯২ সালে ফরাসি সরকার তাকে 'লিজিয়ন অফ অনার' সম্মানে ভূষিত করে। ২০০০ সালের ২২ অগস্ট কলকাতায় অরুণ মিত্র প্রয়াত হন। Arun Mitra (2 November 1909 – 22 August 2000) was an Indian poet of Bengali, who also translated French literature. Prantorekha [Horizon Line] Arani Publication, Kolkata. 1943 Utser Dikey [Toward the Source] Dipankar Publication, Kolkata. 1955 Ghonishto Taap [Intimate Warmth] Tribeni Publishers, Kolkata. 1963 Mancher Bairey Matitey [Beyond the Stage on the Earth] Saraswat Publication, Kolkata. 1970 Shudhu Raater Shabdo Noi [Not Just the Rustle of the Night] Nabopatro Publication, Kolkata. 1978 (Winner, Rabindranath Tagore Award) Prathom Poli Shesh Pathor [First Silt Last Stone] Karuna Publication, Kolkata. 1981 Khunjtey Khunjtey Eto Door [So Far After Searching So Long] Pratikhshan Publication, Kolkata. 1986 (Winner, Sahitya Akademi Award) Jodio Agun Jhor Dhasha Danga [Although a Bank Ravaged by Firestorm] Pratikhshan Publication, Kolkata. 1988 Ei Amrito Ei Garol [This Nectar This Venom] Proma Publication, Kolkata. 1991 Tunikathaar Gherao Thekey Bolchhi [I Speak Surrounded by Small Talk] Anushtup Publication, Kolkata. 1992 Khara Urboray Chinho Diye Choli [I Put My Signature on Drought and on Plenty] Pratikhshan Publication, Kolkata. 1994 Andhokaar Jatokkhon Jegey Thakey [As Long As Darkness Remains Awake] Ananda Publishers, Kolkata. 1996 Ora Uritey Noi [Not in Random Flight] Kobita Pakhshik, Kolkata. 1997 Bhangoner Mati [Eroding Soil] Dey's Publishing House, Kolkata. 1998 Uchchhanno Shomayer Shukh Dukkho Ghirey[Surrounded By Joy and Sorrow of a Wayward Time] Ananda Publishers, Kolkata. 1999 etc. dvertisement