Music

বিলেত ফেরতা | দ্বিজেন্দ্রলাল রায় | Bilet Ferta | Bangla kobita

কবিতা - বিলেত ফেরতা কবি - দ্বিজেন্দ্রলাল রায় আবৃত্তি - স্মৃতি দত্ত আমরা বিলেত ফেরতা ক'ভাই আমরা সাহেব সেজেছি সবাই। তাই কি করি নাচার স্বদেশী আচার করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি আমরা শিখেছি বিলিতি বুলি। আমরা চাকরকে ডাকি বেয়াড়া... আর মুটেদের ডাকি কুলি। রাম, কালিপদ, হরিচরণ নাম এসব সেকেলে ধরন তাই নিজেদের সব ডে, রে ও মিটার করিয়াছি নামকরণ। আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টার নামের রটি যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি। আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতি ও চাদর আমরা হ্যাট, বুট আর প্যান্ট কোট পড়ে সেজেছি বিলিতি বাঁদর। আমরা বিলিতি ধরনের হাসি আমরা ফরাসি ধরনের কাশি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় ডড়াই আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পড়াই। আমাদের সাহেবিয়ানার বাঁধা এইযে রংটা হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই ভিনোলিয়া মাখি রোজ গাদা গাদা। আমরা বিলেত ফেরতা ক'টাই দেশে কংগ্রেস আদি ঘটাই আমাদের সাহেব যদিও দেবতা তবু ঐ সাহেবগুলোই চটাই। আমরা সাহেবি রকমে হাঁটি স্পীচ দেই ইংরিজি খাঁটি কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মত চম্পট পরিপাটি। Advertisement