Music

আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা - এর জীবনী ও বাণী। Biography and Quotes of JACK MA

জ্যাক মা ;আলিবাবা ফাউন্ডার, পৃথিবীর সেরা উদ্যোক্তাদের একজন। ৪০ বিলিয়ন মার্কিন ডলার মোট সম্পদ নিয়ে চীন এর সেরা ধনী,এবং বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি তিনি। কিন্তু জ্যাক মা-এর জীবনী ঘাঁটলে দেখা যায়,তিনি উঠে এসেছেন খুবই গরীব অবস্থা থেকে। শুধুমাত্র নিজের চেষ্টা,আত্মবিশ্বাস,মেধা আর শ্রম দিয়ে তিনি আজ এই পর্যায়ে। জ্যাক মার জীবন, দর্শন,ও উক্তি থেকে আমাদের সবারই কিছু না কিছু শেখার আছে। তাঁর কথা শোনার জন্য,তাঁর থেকে শেখার জন্য মুখিয়ে থাকে লাখ লাখ তরুণ উদ্যোক্তা। জ্যাক মার পরামর্শ ও উক্তি মেনে অনেকেই বদলে ফেলেছে তাদের জীবন। সব হতাশা আর দুরাবস্থাকে জয় করে ছিনিয়ে এনেছে সাফল্য। Jack Ma, or Ma Yun (born 10 September 1964), is a Chinese business magnate, investor and politician. He is the co-founder and former executive chairman of Alibaba Group, a multinational technology conglomerate. Ma is a strong proponent of an open and market-driven economy.Ma is a global ambassador for Chinese business and is often listed as one of the world's most powerful people, with Forbes ranking him 21st on its "World's Most Powerful People" list. He also serves as a role model for startup businesses.In 2017, Ma was ranked second in the annual "World's 50 Greatest Leaders" list by Fortune. In September 2018, he announced that he would retire from Alibaba and pursue educational work, philanthropy, and environmental causes; the following year, Daniel Zhang succeeded him as executive chairman. As of April 2020, Ma is the second-wealthiest person in China, with a net worth of $42.1 billion, as well as one of the wealthiest people in the world, ranked 17th by Forbes. In 2019, Forbes named Ma in its list of "Asia's 2019 Heroes of Philanthropy" for his work supporting underprivileged communities in China, Africa, Australia, and the Middle East. Advertisement