Music

ঋষি কাপুর এর জীবনী ও উক্তি । BIOGRAPHY OF RISHI KAPOOR

ঋষি কাপুর এর জীবনী ও উক্তি BIOGRAPHY OF RISHI KAPOOR ঋষি কাপুর (৪ সেপ্টেম্বর ১৯৫২ — ৩০ এপ্রিল ২০২০) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। ১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন। এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন যেখানে ৪১টি চলচ্চিত্রে সহ-তারকাদের সমন্বয় ছিল। বাকী ৫১টি চলচ্চিত্রের মধ্যে মাত্র ১১টি চলচ্চিত্রে তিনি সফলতা পান। ১৯৭৩ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তার সহধর্মীনি নীতু সিং এর বিপরীতে মোট ১২টি চলচ্চিত্রে এক সাথে কাজ করেন। Rishi Raj Kapoor (4 September 1952 – 30 April 2020) was an Indian actor known for his work in Bollywood. Born into the Kapoor family, he made his debut, as an adolescent, in his father Raj Kapoor's film Mera Naam Joker(1970), for which he won the National Film Award for Best Child Artist. As an adult, his first lead role was opposite Dimple Kapadia in the teen romance Bobby , which won him the Filmfare Award for Best Actor. Kapoor is one of the most successful actors in the history of Bollywood. Between 1973 and 2000, Kapoor starred as the romantic lead in 92 films, Some of his notable films during this period include Khel Khel Mein , Kabhi Kabhie, Sargam, Karz, and Chandni. Since the 2000s, he played character roles to critical acclaim in such films as Do Dooni Chaar , Aurangzeb, and Mulk . For his performance in Do Dooni Chaar , he won the Filmfare Critics Award for Best Actor, and for his role in Kapoor & Sons, he won the Filmfare Award for Best Supporting Actor. He was honoured with the Filmfare Lifetime Achievement Award in 2008. His final film appearance was in The Body. Kapoor often collaborated with his wife, actress Neetu Singh, with whom he had two children, including Ranbir Kapoor. He died of leukemia on 30 April 2020, aged 67, Advertisement