Music

নেলসন ম্যান্ডেলার জীবন জয়ের বাণী । নেলসন ম্যান্ডেলার বাণী

নেলসন ম্যান্ডেলা হলেন পৃথিবীর সবথেকে শান্তিকামী একজন মানুষ । যিনি তার জীবনে সবথেকে বেশি কষ্ট ভোগ করেছেন । লেখক, রাজনীতিবিদ ও মানবাধিকার চিন্তক হিসেবে নেলসন ম্যান্ডেলা পৃথিবীর মানুষের কাছে অতি শ্রদ্ধেয় এক নাম। দক্ষিণ আফ্রিকার ভূগোল পেরিয়ে তিনি পৌঁছে গেছেন বিশ্ব-ভূগোলে, যেখানেই জাতিগত বা বর্ণগত বৈষম্য, সামাজিক অসমতা—সেখানেই সাধারণ মানুষের কাছে প্রেরণার এক দীপ্র নাম ম্যান্ডেলা। ম্যান্ডেলা শব্দটাই এখন বিশ্বশান্তির প্রতীকে পরিণত, ম্যান্ডেলা নামটাই এখন সাম্রাজ্যবাদ-উপনিবেশবাদ-আধিপত্যবাদ আর পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামের এক বিস্ফোরক সংকেতে রূপান্তরিত। জীবনের ২৭টি বছর তিনি বিভিন্ন কারাগারে অন্তরীণ ছিলেন—শ্বেতাঙ্গ মানবতার চোখে ‘অস্পৃশ্য ঘৃণ্য কালোদের’ জন্য যুদ্ধ করেছেন—বঞ্চিত মানুষের মুক্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বিসর্জন দিয়েছেন নিজের স্বার্থ। জনগণের স্বার্থের সঙ্গে নিজের স্বার্থকে তিনি একাত্ম করে নিয়েছিলেন। তিনিই কৃষ্ণ-আফ্রিকার শ্রেষ্ঠতম জাতীয়তাবাদী নেতা। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার জনগণ তাঁকে সে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। শান্তি প্রতিষ্ঠায় তাঁর নিরলস প্রয়াস ও সাধনার জন্য তিনি অর্জন করেন নোবেল পুরস্কার। Advertisement