বাংলার অন্যতম প্রাচীন জনপদ, রাঢ় এবং তৎসংলগ্ন অঞ্চলে লোকসঙ্গীতের একটি প্রকরণ হলো ঝুমুর। সুরের বিচারে ঝুমুর মূলত বাংলা লোকগানের একটি প্রধান ধারা। এই গান ক্রমে ক্রমে ছোট নাগপুর এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগণা, সিংভূম, রাঁচি, হাজারিবাগ, পালামৌ, গিরিডি, ধানবাদ ও বোকারো জেলা এবং উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ, সুন্দরগড়, কেঁওনঝাড় ও সম্বলপুর জেলা ইত্যাদি এক বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছিল।
Jhumur is basically a main genre of Bengali folk songs. The song is sung in Purulia, Bankura, Birbhum, East Midnapore and West Midnapore districts of Chhota Nagpur and West Bengal states, Santal Pargana of Jharkhand state, Singbhum, Ranchi, Hazaribagh, Palamau, Giridih, Dhanbad and Bokaro districts and Orissa, Orissa Sambalpur district etc. were spread over a wide area.