চিত্রক- এর রবীন্দ্রজয়ন্তী ১৪২৭
রবীন্দ্রনাথকে নিয়েই বাঙালীর আবেগ । যা আটকাতে পারলো না মহামারী করোনা । অনলাইনেই রবীন্দ্রজয়ন্তী পালন করছে বহু ইউটিউব চ্যানেল । তেমনিই জনপ্রিয় মোটিভেশনাল বাংলা চ্যানেল "ডলি হালদার" অনলাইনেই রবীন্দ্রজয়ন্তী পালন করলো ।
"রবীন্দ্রনাথ মানেই বাঙালীর আবেগ , বাঙালীর উচ্ছাস , বাঙালীর বিষাদ , বাঙালীর ভালোবাসা , বাঙালীর সঙ্গীত , বাঙালীর চিত্রকলা , তাই লকডাউনেও আমরা রবীন্দ্রজয়ন্তী ইউটিউবেই পালন করছি ।"
Advertisement