প্রয়াত কবি, চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (buddhadeb dasgupta)। এদিন সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। গত বেশ কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন তিনি। কিডনির অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০০৮ সালে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুদ্ধদেব দাশগুপ্তকে জীবনকালের কৃতিত্বের জন্য সম্মাননা প্রদান করা হয়। চলচ্চিত্রে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। বাংলায় তাহাদের কথা (১৯৯৩)-র জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তাঁর সেরা চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে বাঘ বাহাদুর (১৯৮৯), চরাচর (১৯৯৩), লাল দরজা (১৯৯৭), মন্দ মেয়ের উপখ্যান (২০০২), কালপুরুষ (২০০৮)।
Advertisement