হেমন্ত মুখোপাধ্যায় জন্ম শতবর্ষে আমাদের বিশেষ নিবেদন এই গান।
This song is our special dedication to the centenary of Hemant Mukherjee's birth.
original song credit:
এই তো হেথায় কুঞ্জছায়ায়
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সংগীত পরিচালক : হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী : কিশোর কুমার ও রুমা দেবী
ছবির নাম : লুকোচুরি (১৯৫৮)
এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে,
এই জীবনে যে কটি দিন পাবো,
তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো দোঁহে,
স্বপ্ন মধুর মোহে।।
কাটবে প্রহর তোমার সাথে তো মার সাথে,
কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে,
রইবো জেগে মুখোমুখি মিলন আগ্রহে
স্বপ্ন মধুর মোহে।।
এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে,
মৌমাছিরা আসর তারে জমিয়ে দেবে জানি,
গুঞ্জরনে নীড়ে আসর জমিয়ে দেবে জানি ,
অভিসারের অভিলাসে,
রইবে তুমি আমার পাশে,
জীবন মোদের যাবে ভরে,
রঙের সমারোহে,
স্বপ্ন মধুর মোহে।।
এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে,
এই জীবনে যে কটি দিন পাবো,
তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো দোঁহে,
স্বপ্ন মধুর মোহে।।
Advertisement