Original Song Credits:
Singer - Haimanti Shukla
Lyrics - Biswanath Das
Music - Abhijit Bandyopadhyay
Label - Saregama India Limited
এখনো সারেঙ্গীটা বাজছে
Ekhono Sarengi ta bajchhe
এখনও সারেঙ্গী টা বাজছে
এখনো সারেঙ্গীটা বাজছে
এখনো চেনা চেনা আতরের গন্ধ
একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ
নাকি আগামী দিনের কোন
ঝড়ের আভাস বয়ে আনছে ।
গা রে মা গা পা রে সা নি
গা রে মা গা
আমার নয়নে নয়ন রেখে
নয়নের কথা দিয়ে গিয়েছ ডেকে
আশ্বাস এ বিশ্বাস হয় না আমার
ভাবি দারুণ সর্বনাশ
হয়তো বা আমাকেই কাছে ডাকছে ।
গা রে মা গা পা রে সা নি
গা রে মা গা
তোমার দু হাত ধরে এগিয়ে গিয়ে
ভয় হয় শেষে যদি দাও ফিরিয়ে
নিঃশ্বাসে সংশয় শুধুই আমার
ভাবি জীবন মরণে কেউ
অকারণ তরঙ্গ তুলে যাচ্ছে