গ্যারিবল্ডির জন্ম ১৮০৭ সালে ইতালির নিস শহরে। গ্যারিবল্ডি একজন আজীবন বিপ্লবী ও সৈনিক ছিলেন। ইতালির স্বাধীনতা ও একত্রীকরণের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। তবে তার ক্ষমতার মোহ ছিলো না। তার চিন্তাধারা সমকালীন দেশপ্রেমিক চিন্তাবিদ ও সংগ্রামীদের চেয়ে অনেক বেশি অগ্রসর ছিলো। যুদ্ধবিদ্যার ইতিহাসেও তিনি স্মরণীয়। গেরিলা যুদ্ধের কৌশল ও রণনীতিতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ১৮৮২ সালের ২ জুন তিনি ইতালির ক্যাপ্রেরা অঞ্চলে মৃত্যুবরণ করেন।
Advertisement