জগদীপ ধনখড় হলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল।
তিনি জন্মগ্রহণ করেন ১৮ মে, ১৯৫১ তে,রাজস্থানের ঝুনঝুনু জেলার কিথানা গ্রামে । তার পিতার নাম গোকাল চাঁদ , মায়ের নাম কেশারি দেবী ।
১০ নভেম্বর ১৯৭৯ থেকে আইনজীবী হিসাবে রাজস্থানের বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছিল। ১৯৯৯ সাল থেকে রাজস্থানের উচ্চ আদালতের বিচার বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত এবং ৩০ জুলাই, ২০১৮-এ রাজ্যপালের দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত এই পদে ছিলেন ।
Jagdeep Dhankhar is an Indian politician and former leader of Bharatiya Janata Party. As of 2021, he is serving as the Governor of West Bengal.He is an advocate at the Supreme Court of India, and was a member of Lok Sabha from 1989 to 1991.
Advertisement