<আমরা যখন রেগে যাই তখন হৃদস্পন্দন বেড়ে যায় এতে করে ধমনীতে রক্তচাপ বেড়ে যায় এবং টেস্টোস্টেরন ক্ষরণ বৃদ্ধি পায়।টেস্টস্টেরনের কাজ হচ্ছে আমাদের উত্তেজিত করে তোলা।অপরদিকে মস্তিষ্কের বাম হেমিস্ফিয়আর হতে স্ট্রেস হরমোন কর্টিসলের নিঃসরণ কমে যায়।এতে করে আমাদের উত্তেজনা বৃদ্ধি পায় এবং আমরা জোরে কথা বলি।
আমরা গল্প আকারে এই ঘটনায় মানবিক দিক থেকে বোঝানোর চেষ্টা করেছি।
iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/HJYiMQ4QS6Q" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>
Advertisement