Music

যোগীন্দ্রনাথ সরকার । JOGINDRANATH SARKAR । jogindranath sarkar biography

যোগীন্দ্রনাথ সরকার JOGINDRANATH SARKAR jogindranath sarkar biography যোগীন্দ্রনাথ সরকার (২৮ অক্টোবর, ১৮৬৬ খ্রিষ্টাব্দ ; ১২ কার্তিক ১২৭৩ বঙ্গাব্দ - ২৬ জুন,১৯৩৭ খ্রিষ্টাব্দ ; ১২ আষাঢ় ১৩৪৪ বঙ্গাব্দ) (ইংরেজি: Jogindranath Sarkar) একজন খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে তার বইগুলি ছোটদের মনোরঞ্জন করে আসছে। ছোটদের অক্ষর পরিচয় থেকে সাহিত্যরস পরিবেশনের এক আকর্ষণীয় ও অভিনব কৌশল অবলম্বন করে তিনি বাংলা শিশুসাহিত্যে পথিকৃতের সম্মান লাভ করেন।তিনি বাংলা শিশু সাহিত‍্যের অন‍্যতম শ্রেষ্ঠ ছড়াকার। Advertisement