এক বিজ্ঞাপনে সবার মনে
kakoli furniture
কাকলি ফার্ণিচার
বাঙালি এমনই একটি রসিক জাতি যে রসে সন্ধান পেলে আস্বাদন করতে ছাড়ে না। এই মহামারিতে যেখানে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, যেখানে অক্সিজেনের জন্য মানুষ হাহাকার করছে প্রতিনিয়ত, সেখানে ও মানুষ রসের সন্ধান করতে পিছুপা হয়না। গত দুইদিন ধরে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে একটি ফার্নিচারের অ্যাড Kakoli Furniture”দামে কম,মানে ভালো কাকলী ফার্নিচার”।
তাঁদের বিজ্ঞাপন ভাইরাল হওয়ায় কার্যত লাভই হয়েছে তাঁদের। এবার সেটা বাণিজ্যিক দিক থেকে কতটা ফলপ্রসূ হয়, সেটাই দেখার।
Advertisement