মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র (ইংরেজি: Martin Luther King, Jr) (জন্মঃ ১৫ই জানুয়ারি, ১৯২৯ - মৃত্যুঃ ৪ঠা এপ্রিল, ১৯৬৮) বিখ্যাত আফ্রিকান-আমেরিকানমানবাধিকার কর্মী। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তকৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।
Martin Luther King Jr. (born Michael King Jr.; January 15, 1929 – April 4, 1968) was an American Christian minister and activist who became the most visible spokesperson and leader in the Civil Rights Movement from 1955 until his assassination in 1968. King is best known for advancing civil rights through nonviolence and civil disobedience, inspired by his Christian beliefs and the nonviolent activism of Mahatma Gandhi.
Advertisement