কবিতা:-মেঘ
কবি:-শঙ্খ ঘোষ
আবৃত্তি:-অর্থিতা দে
ও আমার মেঘলা আকাশ
এতো দিন কোথায় ছিলে !
এতো যে রাত্র দিনে
ডাকছি সবাই মিলে।
চোখে জল ছুটছে নোনা
কিছু কি তাই মান না।
দিয়ে যাও এক ঘটি জল
আমাদের শুকনো বিলে
ও আমার মেঘলা আকাশ
এতো দিন কোথায় ছিলে !
ও আমার মেঘলা আকাশ
তুমি কি সেই মেঘলা
ঝরাতে সেই পদ্দায় জল ,
ভরাতে যেই মেঘনা।
সেই ধারা কোথায় গেলো
তুমি কি অন্ধ হলে
আমাদের ত্যাগ করেছো
আমরা মন্দ হলে ,
ভালো আর হই কি করে
দু ফুটা জল না পেলে।
ও আমার মেঘলা আকাশ
এতো দিন কোথায় ছিলে
Advertisement