অলিরও কথা শুনে বকুল হাসে
oliro kotha shune bokul hase
অলির ও কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো।। ধরার ও ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।। আকাশ পারে ঐ আনেক দূরে যেমন করে মেঘ যায় গো উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।। চাঁদের আলোয় রাত যায় যে ভরে তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে। যেমন করে নীড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি যেমন করে সে ভালবাসে কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।।
Advertisement