<করোনাভাইরাস রোগ প্রতিরোধের জন্য বর্তমানে কোনও ভ্যাকসিন নেই (COVID-19)।
এই কাজগুলি করলে আপনি নিজেকেও রক্ষা করতে পারেন এবং আপনার এই রোগ থাকলে অন্যকে সংক্রমিত করা থেকে বিরত থাকতে পারেন:
আপনার হাত ঘন ঘন অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও জল দিয়ে ধুয়ে নিন অথবা অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার করুন
কাশি এবং হাঁচি হলে নিজের নাক ও মুখ টিস্যু দিয়ে ঢাকুন এবং ব্যাবহৃত টিস্যু ফেলে দিন অথবা কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে নিন
অসুস্থ ব্যাক্তির সংস্পর্শ এড়িয়ে (১ মিটার বা ৩ ফুট) চলুন
বাড়িতে থাকুন এবং যদি অসুস্থ বোধ করেন নিজেকে সবার থেকে আলাদা করে রাখুন
হাত পরিষ্কার না থাকলে চোখ, নাক অথবা মুখ একদম স্পর্শ করবেন না
There is currently no vaccine to prevent coronavirus (COVID-19). Doing so can also protect yourself and prevent others from infecting you if you have the disease:
Wash your hands frequently with soap and water for at least 20 seconds or use a sanitizer that contains alcohol.
When coughing and sneezing, cover your nose and mouth with tissue and discard used tissue or cover the nose and mouth with elbows.
Avoid contact with the sick person (1 meter or 4 feet) Stay home and if you feel sick, isolate yourself
Do not touch the eyes, nose or mouth at all if the hands are not clean.
iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/cPtvtoXtWp8" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>
Advertisement