Music

Sei Bhalo Sei Bhalo-Rabindra Sangeet

রবীন্দ্র সঙ্গীত সেই ভালো,সেই ভালো। শিল্পী- Nilanjana Roy -- -- -- -- -- -- -- -- -- সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো। সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো।। সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো। মোর বসন্তে লেগেছে তো সুর, বেণু বন-ছায়া হয়েছে মধুর থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো। সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো। সেই ভালো, সেই ভালো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা। উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা। গোপনে দেখেছি তোমার, তোমাতে আমাতে হয়নি যে কথা মর্মে আমার আছে সে বারতা না বলা বাণীর, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো।। সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো। সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লাজে লাজানো সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো। সেই ভালো, সেই ভালো। VVV Advertisement