Music

স্মৃতির শহর বারো ।সুনীল গঙ্গোপাধ্যায় । smitir sahor । sunil

স্মৃতির শহর বারো - সুনীল গঙ্গোপাধ্যায় bangla kobita smitir sahor sunil smitir sahor 12 পুরোনো দুঃখগুলো আজকাল মৃদু ঢেউ হয়ে সুখের মতন ফিরে আসে তাদের বয়েস ও শরীর আছে ইচ্ছে অনিচ্ছে আছে তারা দেখা হলেও কথা বলে না তারা নীল সমুদ্রের ধবল আকাঙক্ষার মতন ঘুরে বেড়ায় তারা মৌসুমী বাতাসকে উড়িয়ে দেয় পাহাড়ের দিকে রাত্রির নিঃশব্দ দিগন্তে শোনা যায় তাদের মৃদুস্বর রাজনর্তকীর খসে পড়া ঘুঙুর তারা তুলে দেয় এক ভিখারির হাতে আমাকেও তারা ড়ুবিয়ে দেয় হাজার হাজার হলুদ অক্ষরে ঘুমের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ। Advertisement