Music

জন্মদিনে স্মরণ "স্বর্ণকুমারী দেবী" । Swarnakumari Devi । স্বর্ণকুমারী দেবী

জন্মদিনে স্মরণ "স্বর্ণকুমারী দেবী" । আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবী। তিনি ছিলেন একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, গীতিকার ও সমাজ সংস্কারক। তিনিই প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক। ২৮ শে আগস্ট তার জন্মদিন । জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ১৮৫৫ সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি। স্বর্ণকুমারী দেবী কে নিয়ে আলোচনার আয়োজন করেছিল ধুবুলিয়া কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র। কারিগরী সহায়তায় DALI HALDER ইউটিউব টিম। আলোচনায় সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় ও আবৃত্তিশিল্পী পীতম ভট্টাচার্য । তার কবিতা ও গল্প পাঠ করলেন মেধা নাগ। Swarnakumari Devi (28 August 1855 – 3 July 1932) was a poet, novelist, musician and social worker from the Indian subcontinent. She was the first among the women writers in Bengal to gain prominence swarnakumari devi #SWARNAKUMARIDEVI #DALIHALDER Advertisement Advertisement