পারমিতার কবিতা
টুকি
TUKI
কবিতা আড্ডায় পারমিতা
বর্তমানে আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি । আমাদের কারোরই মন ভালো নেই। তবু আমরা চেষ্টা করছি আমাদের মন ভালো রাখতে, সাথে আপনাদেরও। লকডাউনের কারণে আমরা সবাই ঘরে বন্দী, কিন্তু মনের জানলা খুলে আমরা টুকি দেবো। জানবো চেনা মানুষের অজানা কথা।
এই পর্বের অতিথি এই সময়ের জনপ্রিয় আবৃত্তিকার পারমিতা প্রামানিক। তিনি তার মূল্যবান কিছুটা সময় কবিতা এবং তার জীবনের নানা ঘটনা নিয়ে আমাদের সাথে আড্ডা দিতে হাজির হয়েছেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, নোটিফিকেশন অল করে দিন। অনুগ্রহ করে আমাদের এই ছোট চ্যানেল টি কে বড় হতে সাহায্য করুন । পারমিতার যে সকল কবিতা প্রেমী বন্ধু আছেন , তাদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেয়ার করে আপনাদের পছন্দের শিল্পী পারমিতার জীবনের কথা সকলকে জানান। আমাদের সঙ্গে থাকুন। কবিতা এবং আড্ডায় মন ভালো হোক আপনাদেরও।
Advertisement