Music

তুমিও বলবে। কার্তিক ঘোষ । Tumio Bolbe। kartik ghosh। teachers day poem

কবিতা- তুমিও বলবে কবি- কার্তিক ঘোষ Tumio Bolbe kartik ghosh teachers day poem ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো! ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অংকে একশো, যে ছেলে ভূগোলে সেরা! তারাই’তো ভালো সবাই বলছে, হিরের টুকরো এরা! কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমার ওতো ভাই আনন্দে ভরে বুক! তবু কেন জানো? তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়! শুধু এত এত নম্বর পেলে কি ভাল ছেলে, মেয়ে হয়? আচ্ছা, ধরনা যে মেয়ে পেয়েছে অংকে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনেটুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে! নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছুটে, পাড়ার তিন্নী বাংলায় নাকি ত্রিশ পেয়েছে মোটে! কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামী! চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার! পাশাপাশি চাই, শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার! কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখ কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো! কম নম্বর পেয়েছে বলে’কি বলবেনা ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা, মাকে দ্যাখে, ভাড়াতে চালায় গাড়ি! তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি? ভাল ছেলেমেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি!! সত্যিই বলতো! তুমিও বলবে ওরা নয় কেউ দামী? Advertisement allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>