নারী তুমি অর্ধেক আকাশ
women day special
নারী দিবস
নারী সমাজেরই অর্ধঅঙ্গ। নারী পড়ে থাকলে সমাজে উঠবে কিরূপে? কোন ব্যক্তির এক পা বেঁধে রাখলে, সে খোঁড়াতে খোঁড়াতে কতদূর চলবে? পুরুষদের স্বার্থ এবং নারীদের স্বার্থ ভিন্ন নয়-একই। তাঁদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যা আমাদের লক্ষ্যও তাই। শিশুর জন্য পিতামাতা-উভয়েরই সমান দরকার। কি আধ্যাত্মিক জগতে,কি সাংসারিক জীবনের পথে-সর্বত্র আমরা যাতে তাঁহাদের পাশাপাশি চলতে পারি, আমাদের এরূপ গুণের আবশ্যক। প্রথমত উন্নতির পথে তাঁরা দ্রুতবেগে অগ্রসর হলে-আমরা পশ্চাতে পড়ে রইলাম। এখন তাঁরা উন্নতরাজ্যে গিয়ে দেখছেন সেখানে তাঁদের সঙ্গিনী নাই বলে তাঁরা একাকী হয়ে আছে। তাই আবার ফিরে দাঁড়াতে বাধ্য হয়েছে এবং জগতের যে সকল সমাজের পুরুষেরা সঙ্গিনীসহ অগ্রসর হচ্ছেন,তাঁরা উন্নতির চরমসীমায় উপনীত হতে চলছে। নারীদের উচিত যে, তাঁদের সংসারের এক গুরুতর বোঝা বিশেষ না হয়ে সহচরী, সহকর্মিনী, সহধর্মিণী ইত্যাদি হয়ে তাঁদের সহায়তা করা। নারী অকর্মণ্য পুতুল-জীবন বহন করবার জন্য সৃষ্ট নয়, একথা নিশ্চিত তা প্রমাণিত।
অর্ধ+অঙ্গ= অর্ধাঙ্গ। শব্দটা এমনই। নারী কে অর্ধ অঙ্গ বলা হচ্ছে। পুরুষ যদি হয় বাম হাত তবে নারী হবে ডান হাত। নারী যদি হয় বাম চোখ পুরুষ হবে ডান চোখে। আর এই হাতে হাত রেখে চোখে চোখ রেখে প্রজন্মের পর প্রজন্ম নারী পুরুষ সম্পর্ক পৌছায় এক ঐশ্বরিক আভায়। চেতনায় নারী কে এটাই ভাবতে অনুপ্রাণিত করে যে,হে নারী তুমি অর্ধাঙ্গী’
Advertisement