শ্রদ্ধায়- স্মরণে গৌরী ঘোষ
তরুণকান্তি বারিক, শান্তনু ব্যানার্জী, চন্দন মজুমদার, শম্পা দাস, সুচন্দ্রা দাম, জয়দীপ চট্টোপাধ্যায়, উপাসনা মুখার্জী, গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন - পীতম ভট্টাচার্য । অনুষ্ঠান টি সম্প্রচার করবে DALIHALDERYT GROUP
রেডিও উপস্থাপক হিসাবে আকাশবানীতে যোগদান করেছিলেন গৌরী ঘোষ। দীর্ঘদিন যুক্ত ছিলেন রেডিওর সঙ্গে। পার্থ ঘোষ-গৌরী ঘোষ আবৃত্তি জগতের অন্যতম সেরা জুটি। তাঁদের বাচনভঙ্গির জাদুতেই আবৃত্তি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। তাঁদের হাত ধরেই বাংলা কবিতা পৌছে গিয়েছে বাঙালির ঘরে ঘরে। রেডিওর পাশাপাশি অনেক অনুষ্ঠানে একসঙ্গে কবিতা পাঠ করেছেন এই জুটি। একাধিক সিডিও ক্যাসেটও রয়েছে তাঁদের। এই জুটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। গৌরী ঘোষের মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি মহলে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা-ঘোষিকা হিসাবে কাজ করছেন।পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে 'কাজী সব্যসাচী সম্মান' প্রদান করে। তাঁর প্রয়াণ সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি।
cover this video
1. শ্রদ্ধায়- স্মরণে গৌরী ঘোষ
2. Gouri Ghosh
3. গৌরী ঘোষ
4. গৌরী ঘোষ স্মরণে
4. Tribute to Gouri Ghosh
5. গৌরী ঘোষের কবিতা আবৃত্তি
6. gouri ghosh passed away
7. বাচিক শিল্পী গৌরী ঘোষ
8. gouri ghosh partho ghosh
#gourighosh #parthaghoshgourighosh #dalihalder #dalihalderyt #banglakob