Music

রাজু শ্রীবাস্তব জীবনী । Raju Srivastava biography

 আর সেই চেনা হাসি নেই, প্রয়াত রাজু শ্রীবাস্তব

রাজু শ্রীবাস্তব জীবনী Raju Srivastava biography জীবনযুদ্ধের লড়াই গেল থমকে। ১০ অগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটেছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। তবে থেকেই ভক্তদের প্রার্থনা ছিল সঙ্গে। প্রতিটা মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছেন সকলেই। কিছুদিন আগেই সকলের মন ভাল করে খবর মেলে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা হল না। সব চেষ্টা ব্যর্থ করে ২১ সেপ্টেম্বর প্রয়াত হন রাজু শ্রীবাস্তব।